শনিবার ● ২২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় জাহেদুল আলমের সমর্থনে মিছিল
মাটিরাঙ্গায় জাহেদুল আলমের সমর্থনে মিছিল
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৭কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৪মি.) খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমকে দল থেকে বহিস্কার করা হয়েছে এমন অপপ্রচারের প্রতিবাদে মাটিরাঙ্গায় আওয়ামীলীগের একাংশসহ বিভিন্ন আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দরা শনিবার সন্ধ্যায় একটি প্রতিবাদ মিছিল বের করেছে৷
আওয়ামীলীগের ২০তম কাউন্সিল সফল হউক সফল হউক,শেখ হাসিনা ভয় নাই-রাজ পথে ছাড়ি নাই, জাহেদুল আলম ভয় নাই-রাজ পথ ছাড়ি নাই, মাটিরাঙ্গার মাটি জাহিদুল আলমের ঘাঁটি শ্লোগানে শ্লোগানে শতাধিক নেতাকর্মীর অংশ গ্রহনের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল খালেক ও পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম পিসি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর৷
মিছিলটি মাটিরাঙ্গা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর কার্যালয় পর্যন্ত প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়৷
এ সময় মিছিলে অংশগ্রহন কারীদের সুত্রে জানা গেছে, বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি স্বার্থেন্বেষী মহল খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমকে দল থেকে বহিস্কার করা হয়েছে এবং তাকে আবার সাধারণ সদস্য পদ নিয়ে দলে প্রবেশ করতে হবে বলে বিভিন্ন অপপ্রচার চালান৷
চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শনিবার সকাল থেকে কেন্দ্রিয় কাউন্সিলের বিভিন্ন কর্মকান্ডে জাতীয় নেতৃবৃন্দের সাথে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমকে পতাকা উত্তোলোন সহ সাধারণ সম্পাদকের স্ব-পদে বহাল থেকে কেন্দ্রিয় কাউন্সিল অনুষ্ঠানে আসন গ্রহন অবস্থায় দেখা গেছে ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ থেকে সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে৷
যার সত্যতা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে আপলোড করা বিভিন্ন ছবি থেকে৷
খবরটি মাটিরাঙ্গায় জাহেদুল আলমের সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা সাথে সাথে রাজপথে মিছিল বের করে এবং মিছিল শেষে দলীয় কার্যালয়ে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন ৷
এ দিকে জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিপন জাহেদুল আলম সমর্থকদের প্রতি ধৈর্য্য ধারনের অনুরোধ জানিয়ে বলেন, আমাদের জেলা ও উপজেলার নেতাবৃন্দ ঢাকা থেকে না আসা পর্যন্ত নিজেদের দলের অভ্যন্তরিন বিষয় নিয়ে আমরা যেনো কোন রকম বিবাদে জড়িয়ে না পড়ি ৷