সোমবার ● ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ধর্ম » আজ থেকে মাস ব্যাপী রাঙামাটির রাজ বন বিহারসহ ৬১ শাখায় কঠিন চীবর দান উৎসব শুরু হচ্ছে
আজ থেকে মাস ব্যাপী রাঙামাটির রাজ বন বিহারসহ ৬১ শাখায় কঠিন চীবর দান উৎসব শুরু হচ্ছে
ষ্টাফ রিপোর্টার :: বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান তিন পার্বত্য জেলা, চট্টগ্রাম এবং ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেসহ ৬১টি বন বিহার শাখায় ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্ষন্ত শুরু হচ্ছে।
রাজ বন বিহার সূত্রে জানা গেছে, ২৫অক্টোবর শেষ হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষা বাস। এরপর থেকে শুরু হচ্ছে মাস ব্যাপী দানোত্তম কঠিন চীবরদান। বৌদ্ধ ভিক্ষুরা এসব অনুষ্ঠানে যোগদান করে গৌতম বুদ্ধের অমৃতবাণীসহ স্ব-ধর্ম দেশনা আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধের সময়ে বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে কঠিন চীবরদান উদযাপন করবেন। সে লক্ষে রাঙামাটি রাজবন বিহার ও তাঁর শাখা বনবিহার সমূহের দানোত্তম কঠিন চীবর দানের পর্যায়ক্রমে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এতে ২৬-২৭ অক্টোবর রাঙামাটির কাটাছড়ি বনবিহার,কাটাছড়ি ও জুরাছড়ির বারাবান্যা বৌদ্ধ বিহাওে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। ২৭-২৮ অক্টোবর রাঙামাটি শিলাছড়ি বন বিহার, ২৮-২৯ অক্টোবর রাঙামাটির কাইন্দ্যা, দোজরীপাড়ার জয়দ্বীপ বনবিহার, ২৯ -৩০ অক্টোবর বিলাইছড়ির রাইংখং বন বিহার, বরকল বনবিহার, খাগড়াছড়ির পানছড়ির তারাবন ভাবনা কেন্দ্রে , ৩০-৩১ অক্টোবর বরকলের লুম্বিনী বনবিহার, ও কাউখালীর ত্রিরত্মাংকুর বনবিহাওে, ৩১ অক্টোবর-১ নভেম্বর জুরাছড়ির ঘিলাতলীর ঐক্য বন বিহার, ক´বাজারের উত্তর নলবিলা মহেশখালীর শীলরক্ষিত প্রজ্ঞা বিমুক্তি বনবিহার, রাঙামাটির ইন্দ্রপুর বন বিহাওে, ১-২ নভেম্বর নানিয়ারচরের রত্মাংকুর বনবিহারে, ও জুরাছড়ির পান ছড়িমূখ জেতবন বৌদ্ধ বিহারে, ২-৩ নভেম্বর রাঙামাটির কতুকছড়ির নির্বাণপুর বনবিহারে, ৩-৪ নভেম্বর বরকলের মাইসছড়ির অর্পনাচরণ বনবিহারে, ৪-৫ নভেম্বর খাগড়াছড়ির লক্ষীছড়ির কুশীনগর বনবিহারে ও রাঙামাটির বাঘাইহাটের বনানী বনবিহারে, ৫-৬ নভেম্বর বাঘাইছড়ির আর্যপুর ধর্মোজ্জ্বল বনবিহারে, বান্দরবানের বালাঘাটার করুণাপুর বনবিহারে, রাঙামাটির ধনপাতা বনবিহারে, ও ভারতের গোমতীর ধর্মযাত্রা বনবিহারে, ৬-৭ নভেম্বর জুরাছড়ির শুভলং শাখা বনবিহারে, নানিয়রচরের তক্ষশীলা বনবিহাওে এবং খাগড়াছড়ির পানছড়ির শীলাচার বনবিহারে, ৭-৮ নভেম্বর ভারতের মনুগাং বানবিহারে ও রাঙামাটির সম্যকদৃষ্টি বনভাবনা কুঠিরের, ৮-৯ নভেম্বর কাউখালীর ঘাগড়ার বৈজয়ন্তু বনবিহারে, নানিয়ারচরের শাসনোদয় বনবিহারে, পেরাছড়া সারনাথ বনবিহারে, ৯-১০ নভেম্বর জুরাছড়ির ফকরাছড়া বনবিহারে, ১০-১১ নভেম্বর মহাছড়ির মিলনপুর বনবিহারে, ও বরকলের শ্রাবন্তী বনবিহারে, ১১-১২ নভেম্বর খাগড়াছড়ির লক্ষীছড়ির বর্মাছড়ি বনবিহারে, ও মহালছড়ির সারনাথ বনবিহারে কঠিন চীবর দান উদযাপন করা হবে।
১২-১৩ নভেম্বর খাগড়াছড়ির ধর্মপুর আর্য বনবিহারে, চট্টগ্রামের ইপিজেড মৈত্রী বনবিহারে, লংগদু তিনটিলা বনবিহারে, ১৩-১৪ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ির শান্তিপুর অরণ্য কুঠিরে, নানিয়ারচরের রাজগিরি বনবিহারে, বাঘাইছড়ির শান্তিপুর বনবিহারে, ১৪-১৫ নভেম্বর ভারতের মিজোরামের ভূজয়ন্তু বনবিহারে ও বাঘাইছড়ির জনকল্যাণ বনবিহারে১৫-১৬ নভেম্বও বন্দুক ভাঙ্গার ভারবোয়াচাপ বনবিহারে, পানছড়ির মুনিপরি বনবিহারে, খাগড়াছড়ির মেদিনীপুর বনবিহারে, ১৬-১৭ নভেম্বর কাউখালীর অজর-অমর বনবিহারে ও বরকলের আইমাছড়া বনবিহারে, ১৭-১৮ নভেম্বর কাউখালীর বিনয়াংকুর বনবিহারে,জুরাছড়ির ধর্মোদয় বনবিহারে, রাঙ্গুনিয়ার রস্যাবিল বনবিহাওে, ১৮-১৯ নভেম্বর রাঙামাটির বোধিপুর বনবিহারে, ও কতুকছড়ির জীবকল্যাণ বনবিহারে,
১৯-২০ নভেম্বর রাঙামাটির রাজ বনবিহারে,২০-২১ নভেম্বর রাঙামাটির সাধনাপুর বন বিহারে, ২১-২২ নভেম্বর মনিরত্ম বালুখালীর বনবিহারে ও খারিক্ষ্যং শাক্য বনবিহারে, ২২-২৩ নভেম্বর ফুরমোন সাধনাতীর্থ আর্ন্তজাতিক বনভাবনা কেন্দ্রে ও মহালছড়ির জ্ঞানোদয় বনবিহারে, ২৩-২৪ নভেম্বর বালুখালীর সাধনানন্দ বনবিহারে ও বাঘাইছড়ির বিজয়পুর বনবিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে।