সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের অভিনন্দন
ঢাকা প্রতিনিধি ::(৯কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.০৪মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল ও সাধারণ সম্পাদক নাছিরউল্লাহ ভূইয়া এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্র ও মানবতার প্রতীক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বাঙালি জাতির কাঙ্খিত উন্নয়নের চলমান ধারা আরো গতিশীল হবে। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার সুনিশ্চিতসহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবনির্বাচিত কমিটি সফল হবেন বলে জাতি প্রত্যাশা করে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও বর্তমান সরকারের সুযোগ্য পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগের নতুন কমিটি বাঙালি জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা পালনে সক্ষম হবেন।
নতুন কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই কমিটি একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাঙালি জাতির লালিত স্বপ্ন পূরণে সফল হবেন।