বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবকের ১মাসের কারাদন্ড
বরগুনায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবকের ১মাসের কারাদন্ড
বরগুনা প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪২মি.) বরগুনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় বরগুনা রেড ক্রিসেন্ট বিদ্যা নিকেতনের ভ্যানচালক তানভীর ইসলাম সোহাগ, ও তার দুই সহযোগী মো. আকিব ও সাদিকুর রহমান বনি নামে তিন যুবককে জেল জরিমানা ও ১মাসের বিনাশ্রাম কারাদন্ড প্রধান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট [এনডিসি] রাসেদুল হাসান এ আদেশ প্রধান করেন।
স্থানীয়দের থেকে জানা যায় সকালে স্কুলে যাওয়ার সময় ভ্যানচালক সোহাগসহ
তিন যুবক চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে।
বিষয়টি ওই ছাত্রী স্কুলে জানালে স্কুল কর্তৃপক্ষ সোহাগসহ তার সহযোগী আকিব ও সাদিকুর রহমান বনিকে আটক করে বরগুনা জেলা প্রশাসককে খবর দেন। তাৎক্ষণিক জেলা প্রশাসকের নির্দেশে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেদুল হাসান পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় আটক যুবকরা দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় সোহাগকে দুই মাসের কারাদন্ড এবং সহযোগী আকিব ও বনিকে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদ-আদেশ দেন। তানভীর ইসলাম সোহাগ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালি গ্রামের বাদল মোল্লার ছেলে, বনি বরগুনা পৌরসভার কড়ইতলার আনোয়ার উদ্দিনের ছেলে ও আকিব বরগুনা পৌরসভার চরকলোনির আবু জাফরের ছেলে।