বুধবার ● ২৬ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাতারু নাজিম উদ্দিন শ্রীলংকা থেকে বাংলাদেশে ফিরলেন
সাতারু নাজিম উদ্দিন শ্রীলংকা থেকে বাংলাদেশে ফিরলেন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) শ্রীলংকায় বাংলাদেশের জাতীয় সাতারু দলের প্রতিনিধিত্ব করে দেশে ফিরলেন ঝিনাইদহের কৃতি সন্তান নাজিম উদ্দিন জুলিয়াস৷
২৫ অক্টোবর মঙ্গলবার রাতে ঢাকা থেকে ঝিনাইদহে ফিরেছেন তিনি৷
ঝিনাইদহে পৌছালে বিভিন্ন মহল তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷
১৮ থেকে ২৩ অক্টোবর শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠতিব্য সাউথ এশিয়ান একোয়াটকি চ্যাম্পয়িনশীপ সাঁতার প্রতিযোগিতায় ১১ সদস্য বিশিষ্ট সাতারু দলের প্রতিনিধিত্ব করেন তিনি৷
সার্কভুক্ত ৭ দেশের অংশগ্রহণে এ প্রতিযোগীতায় বাংলাদেশ অর্জন করে ৩য় স্থান৷ জুলিয়াসের নেতৃত্বে সাতারুরা ২টি স্বর্ণ, ২টি রোপৗ ও ৫ টি ব্রোঞ্জ পদক লাভ করেন৷
নাজিম উদ্দিন জুলিয়াস বাংলাদেশ সাতারু বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য৷
তিনি র্দীঘদিন ধরে ঝিনাইদহের অংকুর নাট্য একাডমেীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করে আসছেন৷
এছাড়া তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখেছেন৷