শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » আতঙ্কিত হওয়ার কিছুই নই ,কমিশন কারো ওপর জুলুম অন্যায় করবে না, কমিশনের কাজের ওপর আস্থা রাখুন: বিচারপ্রতি আনোয়াউল হক
আতঙ্কিত হওয়ার কিছুই নই ,কমিশন কারো ওপর জুলুম অন্যায় করবে না, কমিশনের কাজের ওপর আস্থা রাখুন: বিচারপ্রতি আনোয়াউল হক
মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্রগ্রাম ভুমি বিরোধ নিস্পত্তি কমিশনর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপ্রতি মাহাম্মদ আনায়ার উল হক বলেছেন ,আতঙ্কিত হওয়ার কিছুই নই ,কমিশন কারো ওপর জুলুম অন্যায় করবে না, কমিশনের কাজর ওপর আস্থা ও বিশ্বাস রাখুন,কমিশনক কাজ করত দিন৷
তিনি বলেন সরকার সকল নাগরিকর জন্য এখানে পাহাড়ি কিংবা বাঙ্গালী নয় ৷ পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তির আলাকে ভুমি আইন হয়েছে৷ দেশের স্বার্থ বিসর্জন দিয়ে অযুক্তিক কিছুই করা হবে না ৷ সমস্যা সমাধান করতে সহনশীল ও সহ-অবস্থান থাককে হবে ,অহেতুক কোন কর্মসুচি না দেয়ার অনুরোধ জানিয় কমিশন চয়ারম্যান বলেন কারো অভিযাগ থাকলে ভুমি কমিশনর নিকট জানানার আহবান জানান তিনি ৷
২৭ অক্টোবর বহস্পতিবার দুপুরে পার্বত্য চট্রগ্রাম ভুমি বিরোধ নিস্পত্তি কমিশনের প্রধান কার্যালয়ে খাগড়াছড়িতে গনমাধ্যমকর্মীদের সাথে আলোচনা কালে তিনি এসব কথা বলেন ৷
এসময় কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলন ৷
পার্বত্য চট্রগ্রাম ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন চেয়ারম্যান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলনে,কমিশন এখনো মাঠে কাজ করতে পারেনি, ভুক্তভুগিদের কাছে যতে পারিনি তাই, এখনা বিধিমালা তৈরী হয়নি,আইন প্রয়োগ প্রতিবন্ধকতা হলো বিধিমালা প্রনয়ন করা হবে ৷ কমিশনরে আগে একক ক্ষমতা ছিল কিন্তু বর্তমান সংশাধীত আইন সদস্যদর সিদ্বান্তই আমার সিদ্বান্ত৷ তিনি বলনে,এটি বিচার কমিশন নয়,ভুমি কমিশন ৷ উভয় পক্ষের কথা শুন সিদ্বান্ত নিবে কমিশন ৷
এদিকে গতকাল ২৬ অক্টাবর বুধবার পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৩০ অক্টোবর দ্বিতীয় দফা বৈঠক বাতিল, এবং পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশাধনী-২০১৬ বাতিলরে দাবিতে খাগড়াছড়িতে কমিশনের প্রধান কার্যালয় ঘেরাওসহ প্রতিবাদ সমাবেশ করেছে৷
এছাড়া সমাবেশ থকে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চয়োরম্যানসহ কর্মকর্তাদরে খাগড়াছড়িত অবাঞ্ছিত ঘােষণা করেন ৷