শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হুজির ৪ সদস্য গ্রেফতার
গাজীপুরে হুজির ৪ সদস্য গ্রেফতার
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১২মি.) গাজীপুরে আরাকান ফেরত জঙ্গি ও দুই প্রকৌশলীসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ৷ এসময় ঘটনাস্থল থেকে দুইটি ছোরা, একটি চাপাতি, ৪টি ককটেল, ইলেকট্রিক ডিভাইস, ১৪টি পেট্রোল বোমা ও বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয়েছে৷
২৮ অক্টোবর শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান৷
গ্রেফতাররা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়া মধ্যপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ খাইরুল ইসলাম (২৬), টাঙ্গাইল সদরের বিশ্বাস বেতকা আটপুকুর গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ আমিনুল হক (৪৯), একই জেলার গোপালপুর থানার খামারপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মোঃ শহীদ উল্লাহ (৪৩) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার সৈয়দপাড়া গ্রামের সাইফুল ইসলাম খানের ছেলে মোঃ গোলাম কিবরিয়া খান (২৫)৷
এদের মধ্যে মোঃ খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া গাজীপুরের ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজীর (আইইউটি) প্রাক্তন শিক্ষার্থী এবং শহীদ উল্লাহ আরাকান ফেরত জঙ্গি৷
পুলিশ সুপার জানান, জয়দেবপুর থানার নান্দুয়াইন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২০গজ পশ্চিমে জঙ্গলের ভিতরে সুফিয়া কটেজের পরিত্যাক্ত একটি একতলা বিল্ডিংয়ে জঙ্গিরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একত্রিত হয়ে শলাপরামর্শ করছিল বলে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে৷
খবর পেয়ে জেলা পুলিশের স্পেশাল টেঙ্ গ্রম্নপের সদস্যরা বৃহস্পতিবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে৷ এসময় ঘটনাস্থল থেকে দুইটি ছোরা, একটি চাপাতি, ৪টি ককটেল, ইলেকট্রিক ডিভাইস, ১৪টি পেট্রোল বোমা ও বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয়৷
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পুলিশকে জানায়, শহীদুল্লাহ জিহাদের মাধ্যমে শহীদ হওয়ার জন্য তারা আরাকান গিয়েছিল৷ আমিনুল হক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্রেনওয়াশ করে এবং জিহাদি বই দিয়ে এই লাইনে নিয়ে আসে৷ মোঃ খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া গাজীপুরের ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজীর (আইইউটি) প্রাক্তন শিক্ষার্থী৷ তারা দুজনই পেশায় প্রকৌশলী৷ তারা বিভিন্ন বিস্ফোরক সরঞ্জাম ও গোপন যোগাযোগের সরঞ্জাম তৈরি করে৷
গ্রেফতারকৃতরা সবাই হরকাতুল জিহাদের (হুজি) সদস্য৷ তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা৷