শুক্রবার ● ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » হরিনাকুন্ডু বিএনপি নেতা আবুল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
হরিনাকুন্ডু বিএনপি নেতা আবুল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি ও ৪নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে৷ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৮ অক্টোবর শুক্রবার মরহুমের নিজ বাড়িতে দিন ব্যাপি দলীয় ও পারিবারিক ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়৷
এর মধ্যে মরহুমের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল৷ সকাল ১১টায় মরহুমের সমাধীতে উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভপতি মসিউর রহমান৷
বিশেষ অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নতুল হক খাঁন, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম পিন্টু ও উপজেলা ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলামসহ দলের সর্বস্থরের নেতা-কর্মীবৃন্দ৷
প্রধান অতিথি’র বক্তব্যে মসিউর রহমান বলেন, আবুল হোসেনের কথা বলে শেষ করা যাবে না৷ তিনি ছিলেন দলের জন্য নিবেদীত প্রাণ৷ তার শূন্য স্থান পূরন হবার নয়৷ আবুল এর হত্যার বিচার বাংলার মাটিতে এক দিন না এক দিন হবেই৷ আমরা তার আদর্শে অনুপেরিণত হয়ে সমানের এগিয়ে নিয়ে দলকে শক্তিশালী করবো৷