রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আজ থেকে গাজীপুরে সিএনজি স্টেশনে ধর্মঘট
আজ থেকে গাজীপুরে সিএনজি স্টেশনে ধর্মঘট
গাজীপুর জেলা প্রতিনিধি :: সড়ক ও জনপথ অধিদফতরের ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ তিন দফা দাবিতে ৩০ অক্টোবর রবিবার থেকে সারাদেশের ন্যায় গাজীপুরেও সিএনজি ফিলিং স্টেশনে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে৷
৩০ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত গাজীপুরের অর্ধশতাধিক সিএনজি ফিলিং স্টেশনে লাগাতার ধর্মঘট পালন করবে৷
ধর্মঘট পালন করা হলে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলা ও মহানগরের আভ্যন্তরীণ বিভিন্ন সড়কে যাত্রী-চালক এবং জনগণ ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা৷ ধর্মঘট হলে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা, বাসসহ নানা ধরণের যানবাহন গ্যাস পাবে না৷
এ বিষয়ে সিএনজি স্টেশনের মালিক ও ম্যানেজাররা বলছেন, সিএনজি স্টেশন টিকিয়ে রাখার জন্য সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়ে আসছি৷ কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না৷ ব্যবসা না হলে স্টেশন চালু রেখে লাভ নেই৷ তাই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি৷
সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের ঘোষণা দিয়েছে৷
সিএনজি ফিলিং স্টেশন মালিকদের আরও দুটো দাবি হলো কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার এবং জ্বালানি মন্ত্রণালয়ের করা সুপারিশগুলোর বাস্তবায়ন৷
এছাড়া সড়ক ও জনপথ অধিদফতরের ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২ দাবিতে ৩০ অক্টোবর থেকে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটেরও কথা রয়েছে৷