রবিবার ● ৩০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই
গাজীপুরে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৬মি.) গাজীপুরে একটি সিএনজি পাম্পের তিন কর্মচারীকে অস্ত্রের ভয় দেখিয়ে ৯ লাখ ৬৩ হাজার ৪৩২ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা৷
৩০ অক্টোবর রবিবার বেলা সোয়া ১১টার দিকে সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, নগপাড়া এলাকার সাগর-সৈকত সিএনজি পাম্পের তিন সুপারভাইজার ইমরান, একরাম ও শাহজালাল সুমন ৯ লাখ ৬৩ হাজার ৪৩২ টাকা নিয়ে চান্দনা চৌরাস্তায় আল-আরাফা ও প্রাইম ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন৷ নগপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে তিন যুবক তাদের ঘিরে ধরে৷ এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়৷
জয়দেবপুর থানার এস আই শামীম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ বিষয়টি তদন্ত করে দেখছি৷
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা বলেন, ‘দুই লাখের বেশি টাকা বহনের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে পুলিশের সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছিল৷ কিন্তু তারা কেন সহযোগিতা নেননি তা রহস্যজনক৷ বিষয়টি ছিনতাই কিনা তদন্ত করে দেখা হচ্ছে৷’