সোমবার ● ৩১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে নির্মাণাধীন মসজিদের ছাদে ধস
সিলেটে নির্মাণাধীন মসজিদের ছাদে ধস
সিলেট জেলা প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.৪৬মি.) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউপির উত্তর গোয়াসপুর রুইঘড় একটি নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ৬০ জন শ্রমিক। ৩০ অক্টোবর রবিবার বিকালে হঠাৎ করে নির্মাণাধীন মসজিদ ভবনটির ছাদ ধসে পড়ে। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
শ্রমিকরা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, অল্পের জন্য অনেক নির্মাণ শ্রমিকরা প্রাণে রক্ষা পেয়েছেন।
এ সময় প্রথমে মসজিদের ছাদের উপরের কিছু অংশ ধসে পড়েছে। ধসে পড়ার সময় উপরে কিছু শ্রমিক ছিলেন এবং নিচে ছিলেন কিছু সংখক তবে ভবনের নিচে কোনো শ্রমিক আটকা পড়েছে কিনা অন্য শ্রমিকরা তা পর্যবেক্ষণ করেন সাথে সাথে।
এ ব্যাপারে মসজিদের কোষাধ্যক্ষ আলিম উদ্দিন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, এ ঘটনায় কোনো শ্রমিক আহত হননি।
এলাকা বাসী জানান ঠিকাদার সোহেল আহমদের গাফলতীর জন্য এই ধস। এদিকে ঠিকাদার সোহেল জানান, ছাদ ঢালাইর জন্য যে কাঠ দেওয়া হইছিল তা মজবুদ ছিল না তাই ধসে যায়।
এব্যাপারে মসজিদ নির্মাণাধীন ইঞ্জিনিয়ার ইকবাল আহমদের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, আমি গত পরশু পরিদর্শন করে বলেছিলাম এই অবস্থায় ঢালাই না দেয়ার জন্য,কারন একানে কাট খুবই কম ছিল এটা ঠিকাদারের গাফলতীর জন্য এই দুর্ঘটনা হতে পারে।
মসজিদ কমিটির মুতায়াল্লী হাজী মছব্বির আলী আবেগ আপ্লুত কন্ঠে বলেন, অনেক কষ্ট করে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে মসজিদ নির্মাণানের উদ্দেশ্য ছাদ ঢালাইর এক পর্যায়ে ধসে যায়। তাই প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে যা আবার ও ছাদ ঢালাই দিতে অনেক কষ্ট হবে।
এজন্য সমাজের বৃত্তবান্দের সহযোগীতা কামনা করছি। সকলের সহযোগীতায় আবার ও মসজিদটির নির্মাণ করতে পারব।