বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে৷ এর আগে গত এক বছর ৯ মাস পূর্বে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়৷
২০১৫ সালের জানুয়ারি মাসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আজমত উল্লাহ খানকে সভাপতি এবং মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়৷
দীর্ঘদিন পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ১০ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেন৷ একই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেয়া হয়৷
এদিকে, এডঃ আজমত উল্লাহ খানকে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণার পর দলীয় নেতা-কর্মীরা বেশ চাঙা হয়ে উঠেছে৷ এই কমিটির নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছে কর্মীরা৷
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জানান, পূর্ণাঙ্গ কমিটির নেতারা হলেন, সভাপতি এডঃ আজমত উল্লাহ খান, সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, এডঃ ওয়াজ উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বেগম সামসুন্নাহার ভুঁইয়া, এডঃ আমজাদ হোসেন বাবুল, ওসমান আলী, রেজাউল করিম, আসাদুর রহমান কিরণ ও আফজাল হোসেন সরকার রিপন৷
সাধারণ সম্পাদক এডঃ মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মতিউর রহমান মতি, এস এম মোকসেদ আলম, আইন বিষয়ক সম্পাদক এডঃ খালিদ হোসেন, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ খালেকুজ্জামান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম, দফতর সম্পাদক এডঃ মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবিএম নাসির উদ্দিন নাসির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা সিদ্দিকী জুলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মীর মোজাফফর হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তরুণ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম আসকর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাছির উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক এম. জাহিদ আল
মামুন, সাংস্কৃতিক সম্পাদক আসাদুল্লাহ সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহম্মদ ও মজিবুর রহমান, সহ-দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সালমা বেগম, কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন৷
৩৪ জন নির্বাহী সদস্য হলেন, এডঃ আকম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল, ডাঃ এমএ রশিদ, কাজী মোজাম্মেল হক, আব্দুল বারিক মিয়া, এডঃ শফিকুল ইসলাম বাবুল, আব্দুল হাদী শামীম, মো. ফজলুল হক, সিরাজুল ইসলাম এম এ, আলহাজ আব্দুর রশিদ, রজব আলী, রফিজ উদ্দিন, এডঃ হেলাল, কাজী আলী হোসেন মাস্টার, আজিজুর রহমান শিরিষ, এডঃ. শরবেশ আলী, হেদায়েত উল্লাহ, এডঃ আব্দুস সাত্তার, এডঃ আব্দুর রহমান, মহিউদ্দিন সুন্দর, আজহার উদ্দিন, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মোল্লা, এসএম শামীম, আব্দুল আলিম মোল্লা, ফজলুর রহমান, আসাদুজ্জামান তুলা, খোরশেদ আলম রানা, খলিলুর রহমান এমএ, আকরাম হোসেন সরকার, মো. আবুল কাসেম ও ফাইজুল আলম দিলীপ৷
এছাড়া উপদেষ্টামণ্ডলীর ২১ জন সদস্য হলেন, এখলাস উদ্দিন, সফুর উদ্দিন খান, আবু সাইদ খান, প্রফেসর আব্দুল বারী, কলিম উদ্দিন চেয়ারম্যান, শফিকুল আলম, মমতাজ উদ্দিন মেম্বার, আলী আমজাদ খান, কাজীমুদ্দিন, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, সোহরাব উদ্দিন চেয়ারম্যান, ডাঃ ইউনুস, প্রফেসর বিল্লাল হোসেন, নাদের আলী চেয়ারম্যান, আলী আকবর, কফিল উদ্দিন, আব্দুর রউফ, আবু সাঈদ, জালাল উদ্দিন মাস্টার, রিয়াজ মাহমুদ আয়নাল ও কাজী সেলিম৷