শনিবার ● ২৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গুরুদাসপুরে প্রতিমা ভাংচুর ঘটনায় গ্রেফতার ৪
গুরুদাসপুরে প্রতিমা ভাংচুর ঘটনায় গ্রেফতার ৪
মোঃ আখলাকুজ্জামান,নিজস্ব প্রতিনিধি :: গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারপাড়া কালিমন্দির সংলগ্ন দূর্গা মন্ডপে শুক্রবার ভোররাতে দুস্কৃতিকারীদের হামলায় ৬টি প্রতিমা ভাংচুর ঘটনায় ওই দূর্গা মন্দিরের সভাপতি মাধব চন্দ্র শীল ও সম্পাদক মদন চন্দ্র কর্মকার বাদি হয়ে গুরুদাসপুর থানায় ৫জনের বিরুদ্ধে মামলায় দায়ের করেন ৷
থানা পুলিশ ওই দিনই এজাহার ভুক্ত আসামী জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৩৫), ওমর আলী খন্দকার (৩০), নান্নু (২৮) ও খিজির শাহ (৫৫) সহ ৪জনকে গ্রেফতার করে নাটোরে চালান দিয়েছে৷ অপর আসামী মাসুদ রানা (২০) পলাতক রয়েছে ৷ এদিকে ওই দিন সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকঢোল আর ধুমধাম ছাড়াই নন্দকুজা, আত্রাই ও গুমানী নদীতে কোনো উত্সব ছাড়াই প্রতিমা বিসর্জন দিয়েছে সনাতন ধর্মাবলিম্বরা ৷
অপরদিকে গ্রেফতারকৃত খিজির শাহ বলেন, ঘটনার দিন তিনি খামারনাচকৈড় মসজিদে তাবলীগ জামায়াতে ছিলেন ৷ এই ঘটনার সাথে আমি এবং আমার ছেলে জড়িত নেই ৷ শুধুমাত্র হয়রানীর উদ্দেশ্যে আমাকে মামলায় জড়ানো হয়েছে ৷
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রত্যেক আসামীকে রিমান্ডে এনে সঠিক ঘটনা উদঘাটন করা হবে।
আপলোড : ২৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ২৪ মিঃ