শুক্রবার ● ৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » পরবাস » সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজের বিরুদ্ধে জিডি
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজের বিরুদ্ধে জিডি
সিলেট প্রতিনিধি :: (২০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৪৮.) সিলেটের কানাইঘাট উপজেলায় জমি দখলে ভাড়া সন্ত্রাসী নিয়ে হুমকি দেওয়ার ঘটনা উল্লেখ করে কানাইঘাট থানায় সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলারের বিরুদ্ধে একটি জিডি (সাধারণ ডায়েরী) করেছেন এক প্রবাসী।
কানাইঘাটের কায়স্তগ্রামের প্রবাসী খালেদুর রহমান এ জিডি করেছেন। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিকার চেয়েও একটি চিঠি দিয়েছেন বলে জানা গেছে।
তবে জেলার দাবি করছেন, ভাতিজিকে বিয়ে করেছিলেন ওই প্রবাসী। দুটি সন্তানও আছে। ছাড়াছাড়ির পর এখন ওই প্রবাসী বিরক্ত করতে উল্টো তাকে মামলার হুমকি দিচ্ছেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কানাইঘাটের কায়স্ত গ্রামের একজন প্রবাসী গত ৩১ অক্টোবর সিলেট কারাগারের জেলার মাসুদ পারভেজের বিরুদ্ধে জিডি করেছেন।
ওই প্রবাসী জানান, নিরাপত্তার জন্য জিডির পর এখন তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
গত মাসে সন্ত্রাস ও এলাকায় প্রভাব বিস্তার করে জমি দখল, অস্ত্র প্রদর্শন, গুন্ডা বাহিনী পাঠিয়ে আতঙ্ক সৃষ্টিসহ কিছু বিষয় উল্লেখ করে কানাইঘাট উপজেলার বাসিন্দারা জেলার মাসুদ পারভেজের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার মাধ্যমে উর্ধ্বতন তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলার মাসুদ পারভেজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ভাতিজির সঙ্গে ওই প্রবাসীর বিয়ে হয়েছিল। তার স্বভাব ভালো না হওয়ায় দুটি সন্তান নিয়ে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে ওই প্রবাসী আমাদেরকে বিভিন্ন ভাবে বিরক্ত করতে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছেন।