সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের ছাত্রছাত্রীদের মাঝে চেক বিতরণ
রাঙামাটি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের ছাত্রছাত্রীদের মাঝে চেক বিতরণ
সুগত চাকমা :: (২৩ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২০মি.) রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে৷
৭ নভেম্বর সোমবার সকালে রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তনে শিক্ষা উপবৃত্তির চেক ও সহায়ক উপকরন বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি জেলা সমাজ সেবা অধিদপ্তরের দেওয়া এ শিক্ষা উপবৃত্তির চেক ও সহায়ক উপকরণ বিতরন করেন৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজ সেবা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে শিক্ষা উপবৃত্তির চেক ও সহায়ক উপকরন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক মজিবুল হক বুলবুল৷
প্রধান অথিতি মানজারুল মান্নান এসময় বলেন, প্রতিবন্ধীদের সমাজে সমমর্যাদায় অধিস্তিত করতে হলে শিক্ষা ও সামাজিক সচেতনতার কোন বিকল্প নাই৷
তিনি বলেন, রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের সহযোগিতা কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত রাখা হবে, তিনি সমাজে বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান৷
এসময় রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক তাপসী চাকমা, শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন৷
শিক্ষা উপবৃত্তির চেক ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারন সম্পাদক নুরুল আবছার৷