সোমবার ● ৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » বাল্য বিবাহ,মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত ঈশ্বরদী ঘোষনা
বাল্য বিবাহ,মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত ঈশ্বরদী ঘোষনা
ঈশ্বরদী প্রতিনিধি :: ৭ নভেম্বর সোমবার দুপুরে বাল্য বিবাহ এবং মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত ঈশ্বরদী ঘোষনা করা হলো৷ উপজেলা পরিষদের পক্ষ থেকে আয়োজিত বাল্য বিবাহ মুক্ত করণ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় বক্তারা এই ঘোষনা দেন৷
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো৷
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন,অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার ,স্বাস্থ্য কর্মকর্তা আসমা খানম ও জাসদ নেতা আব্দুল খালেক৷
উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা,আনিসুর রহমান শরীফ,বাবলু মালিথা, রানা সরদার ও নিকাহ রেজিষ্ট্রার আব্দুস সালাম ৷