বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় মানববন্ধন
হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মাটিরাঙ্গায় মানববন্ধন
মাটিরাঙ্গা প্রতিনিধি:: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৫৫মি.) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর হিন্দু সম্প্রদায়ের উপরস হামলার প্রতিবাদে মাটিরাঙ্গার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি সনাতনী সংগঠন মানববন্ধন করেছে৷ ৯ নভেম্বর সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
প্রায় ২ শতাধিক সনতনী সম্প্রদায়ের অংশ গ্রহনের মধ্যদিয়ে ঘন্টাব্যপী অবস্থান নেয়া মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক রঞ্জিত কুমার দে৷
মাটিরাঙ্গা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কমিটির সভাপতি বাবুল বণিকের সুচনা বক্তব্যের পর সনাতনী সম্প্রদায়ের নেতারা,নাসির নগরে ৰতিগ্রসত্মদের পুনর্বাসন করার দাবী জানিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে অগি্নসংযোগ,ভাংচুর,লুটপাট বন্ধ,সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধসহ সনাতনী সম্প্রদায়ের যানমালের নিরাপত্তায় সরকারের সহায়তা কামনা করেন৷ এ সময় তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই উলেস্নক করে প্রকৃত দোষীকে গ্রেফতার ও অহেতুক সাধারণ হিন্দু সম্প্রদায়কে হয়রানী না করার দাবীও জানান৷ এছাড়াও তারা হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আলাদা মন্ত্রনালয় গঠনের গুরম্নত্বারোপ করে, একজনের অপরাধের কারনে পুরো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর যেন আর আক্রমন না হয় সে জন্যে সরকারের দৃষ্টি আর্কষণ করেন৷
ডা: প্রফুল্ল কুমার দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সনাতনী সম্প্রাদায়ের মাটিরঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক রাজীব ঘোষ,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক সুবাস চাকমা পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক প্রশান্ত কুমার সাহা, ব্যবসায়ী জগদীশ চন্দ্র পাল প্রমুখ৷