বুধবার ● ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সনাক এর মানববন্ধন পন্ড করে রাঙামাটিতে একই স্থানে বাঙালী ছাত্র পরিষদের সমাবেশ
সনাক এর মানববন্ধন পন্ড করে রাঙামাটিতে একই স্থানে বাঙালী ছাত্র পরিষদের সমাবেশ
ষ্টাফ রিপোর্টার :: (২৫ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৩৮মি.) আসন্ন কপ ২২ - মারাকাশ, মরক্কো সম্মেলনে জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশ গ্রহণ নিশ্চিতে টিআইবির দাবি বিষয় নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি জেলা কমিটির আয়োজনে ৯ নভেম্বর বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি এর সহ সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক ললিত সি চাকমা, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা দেবব্রত চৌধুরী, ডা. রনজিত চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন ৷
এসময় সুশাসনের জন্য নাগরিক (সনাক) রাঙামাটি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
মানববন্ধনে বক্তব্য চলাকালে হঠাত্ বাঙালী ছাত্র পরিষদের বনরুপা বাজারের দিক থেকে আসা কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিলটি মারমুখি ভাবে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মানববন্ধনে ঢুকে পরে ৷
এতে পন্ড হয়ে যায় সনাকের মানববন্ধনটি ৷