শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে উন্নয়ন কার্যক্রম প্রচারে ভিডিও কনফারেন্স
গাবতলীতে উন্নয়ন কার্যক্রম প্রচারে ভিডিও কনফারেন্স
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (২৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) প্রধানমন্ত্রী ঘোষিত মাঠপর্যায়ের সাথে উন্নয়ন কর্মকান্ড (কার্যক্রম) প্রচার, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধ সংক্রান্ত ভিডিও কনফারেন্স উপলক্ষে ১২ নভেম্বর শনিবার বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদ ও কাগইল নায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার উদ্যোগে পৃর্থক ভাবে ভিডিও কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
মাদ্রাসার সভাপতি আব্দুল্ল্যাহেল কাফী দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাগইল ইউপি চেয়ারম্যান আগা নিহাল বিন জলিল তপন৷
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইতি আরা পারভীন৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক রতন চন্দ্র দাস, আমিনুর ইসলাম ও তরিকুল ইসলাম৷
আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য বেলাল হোসেন, আবু সাইদ, সাইফুল ইসলাম, প্রভাষক আবু তালেব, শিক্ষক নজমল হোসেন, আইযুব আলী ও ম্যানেজিং কমিটির সদস্য আবু জাফর৷
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নাছিমা আক্তার, খাদিজা বেগম, মাহমুদা বেগম, আবু বক্কর সিদ্দিক, আব্দুল বাসেদ দুলু, সাজেদুর রহমান শামীম, শিক্ষক আব্দুস ছাত্তার, প্রদীপ কুমার, শাহীন আলম ও শাহজাহান আলী প্রমূখ৷