রবিবার ● ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বাল্যবিয়ে ঠেকাতে এখন তারা নিজেরাই সমৃদ্ধ
বাল্যবিয়ে ঠেকাতে এখন তারা নিজেরাই সমৃদ্ধ
গাজীপুর প্রতিনিধি :: ‘নারী উত্ত্যক্তকারীদের প্রতিহত করতে নিজের মধ্যে মানসিক শক্তি সঞ্চয় করা, জনসম্মুখে নিজেকে উপস্থাপন করা, স্মৃতি থেকে গুছিয়ে কথা বলা সর্বোপরি অন্যদের থেকে নিজেকে ব্যতিক্রম হিসেবে প্রতিষ্ঠা করার শিক্ষা নিয়ে স্কাউট প্রশিক্ষণ সমাপ্ত করেছি ৷’
পাঁচ দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণের শেষ দিনে সাংবাদিকদের এসব কথা শোনান মুনা বিনতে মোস্তাফা ৷
২৪ অক্টোবর শনিবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্কাউট সমাবেশের সমাপনী উত্সব চলছিল ৷ ২০ অক্টোবর মঙ্গলবার থেকে এ সমাবেশ শুরু হয় ৷ মুনা শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এ সমাবেশে অংশগ্রহণ করে ৷
শ্রীপুর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও গাজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তফির উদ্দিন বলেন, ‘পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশে উপজেলার ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্র্রহণ করে৷ গড়ে প্রতিটি বিদ্যালয় থেকে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পড়ুয়া ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়৷ শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পদ্মা, মেঘনা এবং যমুনা নামে নামে তিনটি ভাগে মোট ১৯টি তাঁবু শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করে তাতে রাত্রীযাপন করে ৷
তেলিহাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা জয়া প্রশিক্ষণ শেষে প্রতিনিধিকে জানায়, বাল্যবিয়ে ঠেকাতে এখন তারা নিজেরাই সমৃদ্ধ ৷ বাল্যবিয়ের খবর পেলেই যথা সময়ে তার প্রতিষ্ঠানের স্কাউট লিডারকে জানিয়ে দেবে ৷ পরে সহপাঠী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ওই বিয়ে বন্ধ করবে ৷
পাঁচ দিনব্যাপী স্কাউট প্রশিক্ষণ শেষে মর্জিনা আক্তার ও ইমু আক্তার বীথি জানায়, এখন থেকে তাদের সামনে কোনো বখাটে আর নারীদের উত্ত্যক্ত করতে পারবে না ৷ যখনই উত্ত্যক্তের খবর সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে তারা ৷ এজন্য এখন থেকে তারা যোগ্য ৷ এখন নিজের কাজ নিজে করতে শিখেছি৷ হাত ধোয়া, ঘুম থেকে উঠে নিজের বিছানাপত্র নিজেই পরিচ্ছন্ন করে রাখা, নিজের খাবার প্লেট নিজে ধোঁয়া ইত্যাদির জন্য পরিবারের কাউকে সম্পৃক্ত না করার অঙ্গীকার করে তারা ৷
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের রাজু আহমেদ অনীক, জাহিদুল ইসলাম মেরাজ ও তেলিহাটী উচ্চ বিদ্যালয়ের সজীব আহমেদ ঈমন গাজীপুর প্রতিনিধিকে জানায়, আমাদের সামনে কোনো বৃদ্ধ বা শিশু রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে না ৷ এ দৃশ্য চোখে পড়লে বা বা কেউ এরকম সহযোগিতা চাইলে আমরা রাস্তা পারাপারে তাকে সাহায্য করব ৷ প্রতিদিন একজনের উপকার করা আমার দৈনন্দির কাজের একটা অংশ৷ আমি পারলাম কী পারলাম না সেটা বিষয় নয়, মানুষের উপকারে নিজেকে আত্মনিয়োগ করা এবং চেষ্টাটাই আমার মূল উদ্দেশ্য ৷
এ আয়োজনের উদ্দেশে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফিজুর রহমান বলেন, ‘প্রত্যেকের জীবনে স্কাউট প্রশিক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ ৷ এ প্রশিক্ষণ একটা মানুষের জীবনকে সমৃদ্ধ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷’ আপলোড : ২৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩১ মিঃ