রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রানীরহাট বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন
রানীরহাট বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন
ষ্টাফ রিপোর্টার :: গত ১১ নভেম্বর শুক্রবার রানীরহাট বাজারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত পরিবার ও লোকজনদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন।
১২ নভেম্বর শনিবার রানীরহাটে এই আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনকবাল হোসেন চৌধুরী মিল্টন, ব্রিকফীল্ড মালিক সমিতির সভাপতি কামাল চৌধুরী ও ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামীলীগ ও বিএনপি’র স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯৫টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে নগদ ১৫ শত টাকা, ৩০ কেজি চাল ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই, খাতা ও কলম বিতরণ করা হয়।
এছাড়াও ১২ নভেম্বর রাঙ্গুনীয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রতিটি পরিবারের মাঝে নগদ ৫ শত টাকা ও কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলিশাহ ও রাঙ্গুনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
স্থানীয় ভাবে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিত প্রতিষ্ঠান ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছেন ।
এছাড়া রানীরহাটের সকল ব্যাবসায়িক সংগঠন এবং ধনাঢ্য ব্যাক্তিদের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে একটি তহবিল গঠন করা হয়েছে। আগ্রহী যে কেউ এই তহবিলে অর্থ প্রদান বা অন্য যেকোন উপায়ে সম্পৃক্ত হয়ে সহযোগীতা করতে পারবেন।