সোমবার ● ১৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কলমপতি কাঠ ব্যাবসায়ী সমিতির শিক্ষা সহায়তা প্রদান
কলমপতি কাঠ ব্যাবসায়ী সমিতির শিক্ষা সহায়তা প্রদান
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (৩০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লি. ১৪ নভেম্বর সোমবার বিকালে উপজেলার গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা সহায়তা অর্থ প্রদান অনুষ্ঠান কাঠ ব্যাবসায়ী সমিতির নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়৷
শিক্ষা সহায়তা অর্থ প্রদান উপলক্ষে এক আলোচনা সভা কলমপতি কাঠ ব্যাবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মো. সেলিম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি বাবু বড়ুয়া, সমিতির সাধারন সম্পাদক মো. সামশুদ্দিন, ঘাগড়া ইউপি’র সাবেক মেম্বার মো. আব্দুল মোতালেব, ঘিলাছড়ির সাবেক মেম্বার মো. আব্বাস উদ্দিন ও সদস্য মো. জসিম উদ্দিন প্রমুখ৷
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সমিতির পক্ষ থেকে কাউখালী উপজেলার গরীব মেধাবী মোট ১৮জন ছাত্র/ছাত্রীকে জেএসসি ৬জনকে নগদ ৬শত টাকা ও এসএসসি-১২জন জনকে নগদ ১হাজার টাকা করে শিক্ষা সহায়তা অর্থ
তুলে দেন৷
এ সময় শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন ৷