বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে “হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷
১৬ নভেম্বর বুধবার দুপুরে গাজীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়৷
কর্মশালায় হিজড়ারা সরকারি চাকরিতে কোটা, সমাজে প্রতিষ্ঠিত হতে সুযোগ-সুবিধাসহ তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর অনুরোধ করেন৷
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম৷
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মো. আলী হায়দার খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর সদর ভাইস উপজেলা চেয়ারম্যান হাসিনা সরকার, গাজীপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শংকর শরণ সাহা, ডা. ইউনুস আলী, গাজীপুরের সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম ও ফয়জুন্নেছা প্রমুখ৷
উত্তরবঙ্গের একটি কলেজে স্নাতক (সম্মান) ৩য় বর্ষ পড়ুয়া হিজড়া হাসি সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তাদের অনেকেই বেশ শিক্ষিত৷ কিন্তু সমাজ তাদের অবহেলার চোখে দেখে৷ হিজড়াও মানুষ৷ তাদের বেঁচে থাকার জন্য অন্ন-বস্ত্র-বাসস্থানের প্রয়োজন৷ এজন্য তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টানোর অনুরোধ জানান তিনি৷
জেলা প্রশাসক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, হিজড়া জনগোষ্ঠীদ জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ হিজড়াদের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বৃত্তি প্রদান, বয়স্ক হিজড়াদের ভাতা প্রদান, চিকিত্সা সেবা এবং তাদের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে৷ এছাড়া হিজড়াদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে৷
কর্মশালায় গাজীপুর মহানগরের ৫১ জন হিজড়া অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানের শেষে হিজড়াদের মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷