সোমবার ● ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় সোমবার সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মফিজ উল্লার ছেলে জাফর উল্লা(২৮), শেখ আহম্মদের ছেলে রফিক(৩১) ও রাস্তার মাথা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে বাবুল(২৪)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজেদুর রহমান সাজিদ জানান, সকাল ১০টার দিকে তিন শ্রমিক নতুন বাজার এলাকায় মোশাররফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় অচেতন হয়ে পড়ে। সেখান থেকে তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সেলিম জানান, সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে তিন শ্রমিককে মৃত অবস্থায় আনা হয়। আপলোড : ২৬ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ৩.৪০ মিঃ