রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর কারাগারে নারী জঙ্গির সন্তান প্রসব
গাজীপুর কারাগারে নারী জঙ্গির সন্তান প্রসব
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) গাজীপুর জেলা কারাগারে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার এক নারী সন্তান প্রসব করেছেন । তার নাম শাহানাজ আক্তার রুমি (২৮)। তিনি একটি ছেলে সন্তানের মা হয়েছেন। তিনি গত ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ায় র্যাবের জঙ্গিবিরোধী অভিযানে নিহত সারোয়ার জাহানের স্ত্রী। সারোয়ার সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ১৯ নভেম্বর শনিবার রাতে জন্মের পর থেকে মা ও ছেলে দুজনেই সুস্থ আছে।
এই কারা কর্মকর্তা আরো বলেন, সন্তান সম্ভাবনা রুমিকে হাসপাতালে আনা-নেওয়ার সুবিধার জন্য কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ১০ নভেম্বর গাজীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। ১৯ নভেম্বর শনিবার দুপুরে তাকে কারাগার থেকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়। ঢাকা থেকে ফেরত পাঠানোর পর রাত ১টার দিকে তার ছেলে সন্তানের জন্ম হয়।
গত ৮ অক্টোবর র্যাবের অভিযানের সময় আশুলিয়ার এক বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় সারোয়ার জাহানের। ওই বাড়ি থেকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমিকে অস্ত্রসহ আটক করা হয়। পরে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলায় আসামি করা হয় তাকে। সারোয়ার জাহান ছিলেন বন্দি থাকা রুমির দ্বিতীয় স্বামী। কারাগারে তার সঙ্গে তার ছয় বছর বয়সী এক সন্তানও থাকে। শাহনাজ আক্তার রুমি তার স্বামী সারোয়ার জাহানের হাত ধরেই জঙ্গি তৎপরতায় জড়িয়েছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।