রবিবার ● ২০ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আ’লীগ সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় : লালু
আ’লীগ সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় : লালু
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪২মি.) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, তারেক রহমান একজন দক্ষ, মেধাবী ও জনপ্রিয় দেশ প্রেমিক। বর্তমান আ’লীগ সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। সে কারনে বারবার মিথ্যা মামলা দিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তাদের এ উদ্দেশ্যে কোনদিন সফল হবে না। তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে ২০ নভেম্বর রবিবার দলীয় কার্যালয়ে বগুড়ার গাবতলী থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বিএনপি’র নেতা আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন এবং দৈনিক দিনকাল পত্রিকার কমার্শিয়াল ম্যানেজার শাহাদৎ জামান তারা।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, সাবেক ভাইস চেয়ারম্যান সহমিনা আকতার রুমা, বিএনপি নেতা আবু জাফর, মফিদুল ইসলাম, আশরাফ আলী, মাফুজার রহমান ফারুক, মাহবুবুর রহমান, মতিয়ার রহমান মতি, নজরুল ইসলাম টুকু, আব্দুল মমিন, আবু আছাদ, ডা. আলম, আব্দুল লতিফ, মহিলানেত্রী লাকী, যুবদল নেতা রিপন, হারুন, মিন্টু, মজনু, শফিকুল, রুবেল, ছাত্রদল নেতা রুহিন, লেমন, আশরাফুল ও চঞ্চল প্রমূখ।
এসময় বিএনপি’র ও বিভিন্ন অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে একই ইস্যুতে গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি দৌলতজ্জামান সরকার, পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইফুল ইসলাম, বিএনপি নেতা কায়দুজ্জোহা টিপু, সাহিদুল, আতোয়ার, খলিল, পৌর কাউন্সিলর মতিউর রহমান মতি, আঃ জলিল, আফছার আলী মিজু, সোহেল রানা, সিরাজুল, মিলি বেগম, মালেকা, যুবদল নেতা সোহাগ, তরিকুল, শ্রমিকদল নেতা রাশেদুর রহমান রাঙ্গা, মতিউর রহমান কামাল, রহেদুল, খোরশেদ আলম জুয়েল ছাত্রদল নেতা আনোয়ার, সুজন, হালিম, স্বেচ্ছাসেবকদল নেতা আঃ হক, জাফর, রাশেদ, কনক, দীপু, শ্যামল প্রমূখ।