বুধবার ● ২৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » জামিনে মুক্তি পেলেন মাহমুদুর রহমান
জামিনে মুক্তি পেলেন মাহমুদুর রহমান
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১২মি.) দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রায় ১৩১৮দিন কারাভোগের পর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
২৩ বুধবার দুপুর ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তিনি।
কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌছানোর পর তা যাচাই বাছাই শেষে দুপুর ১২ টা ৫৫ মিনিটে দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, বিএফইউজে (একাংশ) মহাসচিব রুহুল আমিন গাজী, লেখক ও কলামিস্ট ডঃ ফরহাদ মাজহার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব এম আবদুল্যাহ, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডাঃ মাজহারুল আলম, গাজীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হালিমুজ্জামান ননি ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নুরু প্রমুখ।
উল্লেখ্য, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগরেই ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা এবং হত্যার ষড়যন্ত্রের মামলাসহ প্রায় ৭০টি মামলা রয়েছে মাহমুদুর রহমানের বিরুদ্ধে। তবে সবকটি মামলায় জামিন পেয়েছেন তিনি।