বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » নতুন ধান কাটলেন কৃষি কর্মকর্তা
নতুন ধান কাটলেন কৃষি কর্মকর্তা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে ২৩ নভেম্বর বুধবার ধান কাটলেন উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমান। কৃষি অফিসারের ধান কাটার মধ্য দিয়ে উপজেলার দৌলতপুর ব্লকে আনুষ্টানিকভাবে আমন ধান কাটা শুরু হয়েছে। এবছর আবহাওয়া অনুকুলে থাকায় উপজেলায় বাম্পার ফলন হয়েছে বলে কৃষি অফিস সূত্র জানায়। ব্রি ধান ৪৯ এর ফলন হয়েছে হেক্ট্রর প্রতি ৫.৩৪ মেট্রিক টন। এবছর বিশ্বনাথ উপজেলায় উফশী ও স্থানীয় জাতের ধান আবাদ করা হয়েছে।
এদিকে কৃষি অফিসের উদ্যোগে উপজেলার খাজাঞ্জি ও লামাকাজি ইউনিয়নে দুটি মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। মাঠ দিবস অনুষ্টানে ৬ মাসব্যাপী প্রশিক্ষণে (আইএসএমপি) অংশ নেয়া মাহানপুর কৃষক মাঠ স্কুলের ২৫ জন ও মুন্সিরগাঁও কৃষক মাঠ স্কুলের ২৫ জন কৃষককে নগদ ১৫ শত টাকা ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমান জানান, গতকাল বুধবার উপজেলার দৌলতপুর ব্লকের একটি প্রদশনীতে আনুষ্টানিকভাবে ধান কাটা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ব্লকে ইতিমধ্যে ধান কাটা া উদ্বোধন হয়েছে। তিনি বলেন, ধানের বাম্পার ফলন হয়েছে। হেক্ট্রর প্রতি ফলন হয়েছে ৫.৩৪ মেট্রিক টন।