বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা
খাগড়াছড়ি প্রতিনিধি::(১০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংণাদেশ সময় সন্ধ্যা ৬.১৮মি.) খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পিবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য জেলা পরিষদ আয়োজিত প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্ণেল হাসান মাহমুদ(পিএসসি), পার্বত্য জেলা পরিষদ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন, পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী ও সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও’র কর্মকর্তারাসহ অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।