শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে দুই খুনি আসামী আটক
আলীকদমে দুই খুনি আসামী আটক
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৭মি.) বান্দরবানের আলীকদম থানা পুলিশ খুনি মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামীকে আটক করেছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার ভোর চারটায় নোয়াখালী চর জব্বার থানার চর হাসান গ্রামের একটি বাড়ি থেকে চর জব্বার থানা ও আলীকদম থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, আলীকদম উপজেলার মংসুইপ্রু পাড়ার মৃত আব্দুল খালেক এর ছেলে মো. রুবেল (২৬) এবং একই এলাকার মৃত মজিবুল হকের ছেলে মো. আব্দুল খালেক (৫৫)। আটককৃতদের নামে আলীকদম থানায় গত ৪ নভেম্বর ২০১৬ তারিখ ১৪৩, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
আলীকদম থানায় দায়েরকৃত মামলা নং-১, তারিখ ৪/১১/২০১৬। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মো. রুবেল এর নামে মামলা নম্বর জি/আর-১৩৩/১৪ মূলে আরো একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করেছে বান্দরবান কোর্ট। ওই মামলার অপর আসামী একই এলাকার মুজিবুর রহমানের স্ত্রী নুর জাহান বেগমকেও আটক করেছে পুলিশ।
আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা বিশ্বস্থ সুত্রে সংবাদ পাই যে, আসামীরা নোয়াখালীর চর জব্বার থানার একটি গ্রামে আশ্রয় নিয়েছে। ওই সংবাদের ভিত্তিতে আমরা এস আই রবিউল এর নেতৃত্বে পুলিশের একটি টিম পাঠাই। তারা চর জব্বার থানা পুলিশের সহযোগীতায় আসামীদেরকে আটক করে। আমরা আসামীদেরকে কোর্টে সোপোর্দ করেছি।