শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ডিসকাউন্টে দেশীয় আবহ নিয়ে আজকেরডিলের ‘বউনি অফার’
ডিসকাউন্টে দেশীয় আবহ নিয়ে আজকেরডিলের ‘বউনি অফার’
প্রেস বিজ্ঞপ্তি :: দেশি ব্যবসা-বাণিজ্য সংস্কৃতিতে ‘বউনি’ খুবই পরিচিত একটি শব্দ। বউনি মানে উদ্বোধন; দোকান খোলার পর প্রথম বিক্রি। দিনের প্রথম ক্রেতা তাই দোকানদারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এ ক্রেতাকে লক্ষ্মী মনে করেন, হোক সে পরিচিত বা অপরিচিত। ব্যবসায়ীদের ধারণা, প্রথম বিক্রীটি যদি ভালো ভাবে হয়, তাহলে সারাদিনের ব্যবসাও হবে লাভজনক ও সুন্দর।
আধুনিক এই সময়ে গ্রাম-বাংলার ঐতিহ্য বউনি প্রথা আবারো ফিরে আসছে ই-কমার্স সাইট আজকের ডিলের (AjkerDeal.com) হাত ধরে। আগামী শনিবার শুরু হচ্ছে এই বউনির আয়োজন।
‘শনিবারের বউনি অফার’ নামে এক দিনের এই আয়োজন শনিবার সকাল ৮টা থেকে রাট ১২টা পর্যন্ত চলবে। এখন থেকে প্রতি শনিবার থাকবে এই বউনির আয়োজনI বউনি অফারের আওতায় আজকের ডিলের বাছাই করা ২০ হাজারের বেশি পণ্য ২০-৫০ শতাংশ ছাড়ে কেনা যাবে। ইলেক্ট্রনিক্স, মোবাইল, পোশাক, জুতা, ঘড়ি, গ্যাজেট আইটেম, ঘর সাজানোর জিনিস সহ আরোও নানা ধরণের পণ্যের সমারোহে থাকছে এই অফারI