শনিবার ● ২৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ‘নজরুল ইনস্টিটিউট ৫০০ গানের সিডি বের করেছে’ গাজীপুরে নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান
‘নজরুল ইনস্টিটিউট ৫০০ গানের সিডি বের করেছে’ গাজীপুরে নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.১৭মি.) নজরুল ইনস্টিটিউট ইতিমধ্যে আদি ও খাটি সুরে নজরুলের ৫০০ গানের সিডি বের করেছে। বের হওয়ার পথে রয়েছে আরো ১৫০০ গানের সিডি।
২৬ নভেম্বর শনিবার দুপুরে নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমেরিটাস প্রফেসর রফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রশাসনের নাট মন্দিরে আয়োজিত নজরুল সম্মেলন ও নজরুল সংগীত প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।
এ সময় অন্যদের মধ্যে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, সচিব আবদুর রহিম, উপ-পরিচালক রেজাউদ্দিন স্টালিন ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নজরুল ইনস্টিটিউটের কর্মকর্তারা জেলা প্রশাসকের মিলনায়তন ভাওয়াল সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সমাজকে বদলানোর হাতিয়ার হলো সুস্থধারার সংস্কৃতি। নজরুল ছিলেন আপাদমস্তক একজন অসম্প্রদায়িক কবি, গণতান্ত্রিক কবি, লোক মানুষের কবি। তার চিন্তা-চেতনা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।
গাজীপুর জেলা প্রশাসনের নাট মন্দিরে দেশের প্রখ্যাত গায়িকা ফেরদৌস আরা জেলার শিশু শিল্পীদের নজরুল সংগীত প্রশিক্ষণ দেন। নজরুল সংগীত প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলার অর্ধশতাধিক শিশুশিল্পী, ওস্তাদ ও অভিভাবক অংশগ্রহণ করেন।