শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » বেতবুনিয়া ফুটবল খেলার ফাইনাল ম্যাচ
বেতবুনিয়া ফুটবল খেলার ফাইনাল ম্যাচ
মোঃ ওমর ফারুক,কাউখালী (রাঙমাটি)থেকে :: ১৯ সেপ্টেম্বর :
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো “দিশারী ক্লাবের” উদ্যোগে আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট- ২০১৫ উপলক্ষে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বেতবুনিয়ায় অনুষ্ঠিত হয় ৷
ফাইনাল খেলা উপলক্ষে বেতবুনিয়া ঐতিহাসিক ডাক বাংলো সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শুরুর পুর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷ ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ মেম্বার,
টুর্ণামেন্ট পরিচালনা আহবায়ক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙমাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী,আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্যাসি মং মারমা,ডাক বাংলো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ ফোরকান হোসেন,আওয়ামীলীগ নেতা মোঃ মাইনুদ্দিন খোকন প্রমুখ ৷ আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আন্তঃ বেতবুনিয়া ফুটবল টুর্ণামেন্ট-২০১৫ পরিচালনা কমিটির সদস্য মোঃ জুয়েল উদ্দিন জীবন,মোঃ নিজাম উদ্দিন,মোঃ ফোরকান গণি,মোঃ জসিম উদ্দিন ৷ টুর্ণামেন্টে উপজেলার মোট ১৬ টি দল অংশ গ্রহন করেন ৷ তার মধ্যে ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন বেতবুনিয়ার ফুটবল ক্লাব সাউথ জোন ও ডাক বাংলো জুনিয়র আর্জেন্টিনা ৷ খেলায় ১-০ গোলে ডাক বাংলো জুনিয়র ক্লাবকে হারিয়ে ফুটবল ক্লাব সাউথ জোন চ্যাম্পিয়ন হন ৷ খেলা শেষে প্রধান অতিথি রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে নগদ অর্থ ট্রপি প্রদান করেন ৷ রেফারী হিসাবে খেলা পরিচালনা করেন কাউখালীর শিমুল বড়ুয়া ৷