রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাঈদ যুক্তরাষ্ট্র প্রশাসনে নিয়োগ পেলেন
সাঈদ যুক্তরাষ্ট্র প্রশাসনে নিয়োগ পেলেন
বগুড়া প্রতিনিধি :: (১৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৩.৪৪মি.) বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাষ্টারের নাতী ও সমাজসেবক মাহবুবর রহমান ছোটনের ভাগনে সাঈদ চৌধুরী যুক্তরাষ্ট্র প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন। যুক্তরাষ্ট্র মর্যাদাপূর্ণ ন্যাশনাল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরী সার্ভিসেস বোর্ড সদস্য হয়েছেন। গত ২১নভেম্বর ২০১৬ইং সোমবার হোয়াইট হাউজ তাঁকে এ নিয়োগ দেন। যুক্তরাষ্ট্র প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া সাঈদ চৌধুরী মাদারীপুর জেলায় জন্মগ্রহন করলেও বাবার সাথে শিশুকালে তিনি যুক্তরাষ্ট্রে যান। তাঁর বাবা গোলাম ওয়াহেদ চৌধুরী (জি ডব্লিউ) বাংলাদেশ হওয়ার পূর্বে যোগাযোগ মন্ত্রী ছিলেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। মা ড.দিলারা চৌধুরী ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। টকশো তথা মিডিয়া ব্যক্তিত্ব ড.দিলারা চৌধুরী বগুড়া জেলা গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়ন জয়ভোগা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি (দিলারা) সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাষ্টারের ভাতিজী ও সমাজসেবক মাহবুবর রহমান ছোটনের জ্যেঠাতো বোন।
এ বিষয়ে ড. দিলারা চৌধুরীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। সমাজসেবক মাহবুবর রহমান ছোটন তথ্যটি নিশ্চিত করে বলেন সাঈদ চৌধুরী আমাদের ছোট ভাগনে।