রবিবার ● ২৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথে স্কুল শিক্ষিকাদের নিয়ে পরিবার পরিকল্পনার কর্মশালা
বিশ্বনাথে স্কুল শিক্ষিকাদের নিয়ে পরিবার পরিকল্পনার কর্মশালা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৩মি.) বিশ্বনাথে স্কুল শিক্ষিকাদের নিয়ে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও পোষ্টি বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আয়োজনে ২৭ নভেম্বর রবিবার সকালে উপজেলা বিআরডিবি হল রোমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে ও মেরিস্টোপ ম্যানেজার আব্দুন নুরের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি ম্যানেজার আশুরা বেগম হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসাইন। বক্তব্য রাখেন আল আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মরিয়ম। কর্মশালার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিবার পরিকল্পনার অফিস সহকারী আজমান আলী।
এসয় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা বিধান রায়, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক। কর্মশালায় উপজেলা বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষিকা অংশগ্রহন করেন।