বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল
তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাইন্দং ইউনিয়নে অসংখ্য নেতা-কর্মীর ব্যপক উত্সাহ,উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল’২০১৫৷
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দের সহায়তায় তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনী ভোট অনুষ্ঠান সম্পন্ন করা হয়৷ কাউন্সিল অধিবেশন এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সওকত আকবর ৷ ২৬ অক্টোবর তাইন্দং ইউনিয়ন দলীয় কার্যালয়ে ২য় অধিবেশনে দুপুর ৩টা-বিকাল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠান পরিচালিত হয় ৷
তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো: গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার’র সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শামছুল হক৷ তিনি দলের জন্য যারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারবে তাদের কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বে আনার আহবান জানিয়ে বলেন,আওয়ামীলীগ সরকারের আমলে আমরা শিৰাখাতে ব্যপক উন্নয়ন করেছি,এখন শুধু আমাদের মাটিরাঙ্গা থেকে তাইন্দং সড়ক উন্নয়ন ও নতুন কিছু ব্রীজ নির্মাণ করতে পারলে আমরা উন্নয়নের দিকে অনেক দুর এগিয়ে যেতে সক্ষম হব ৷ ইতিমধ্যে আমরা বেশ কটি ইউনিয়নকে বিদ্যুতের আওতায় আনতে সক্ষম হয়েছি উল্লেখ করে তিনি চলতি বছরেই আমরা তাইন্দং টু তবলছড়ি সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারব বলে জানান ৷
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম-সা: সম্পাদক ও তাইদং ইউপি চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, খাগড়াছড়ি জেলা যুবলীাগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সরকার, মো: রফিকুল ইসলাম প্রমুখ ৷
এর আগে উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিল অনুষ্ঠানের বিশেষ অতিথি কে এম ইসমাইল হোসেনকে সাথে নিয়ে সকাল ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলোন করে কাউন্সিল অধিবেশন সুচনা করেন ৷
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার ও যুগ্ম সা.সম্পাদক মো: শাহিন সরকার ৷ অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: জামাল আহমদ, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, তাইদং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন, পানছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজির মাহমুদ, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য মো: ইলিয়াছ ৷
এ সময় জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক কোরবান আলী, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রকিবুল হাসান, পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি, শ্রীকান্ত মানিক,সাধারন সম্পাদক মো: রুবেল, ও সদস্য আসিফ করিম ছাড়াও মাটিরাঙ্গা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক গন উপস্থিত ছিলেন ৷
বিকালে জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম নব নির্বাচিত তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সকল নেতাকর্মীর উপস্থিতিতে সভাপতি হান্নান মিয়া,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ আবু ও সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রানার নাম ঘোষনা করেন ৷
উল্লেখ্য, ১৩১জন কাউন্সিলরের মধ্যে বিদেশে অবস্থান ও অনপস্থিত ছাড়া ১২৩ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন ৷
অপলোড :২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.২৪ মিঃ