শুক্রবার ● ২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পার্বত্য চুক্তি যথাযত বাস্তবায়নের জন্য জুম্মজাতির ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে : উষাতন তালুকদার এমপি
পার্বত্য চুক্তি যথাযত বাস্তবায়নের জন্য জুম্মজাতির ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে : উষাতন তালুকদার এমপি
সুগত চাকমা,ষ্টাফ রিপোর্টার ::(১৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল কার্যক্রম প্রতিরোধ করুন শ্লোগানের মধ্যদিয়ে পার্বত্য চুক্তির ১৯ বর্ষপূর্তি পালন করলো পার্বত্য চুক্তি সাক্ষরকারী অন্যতম আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) । এ উপলক্ষে ২ ডিসেম্বর শুক্রবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ঐক্য নেপ এর কেন্দ্রীয় সদস্য পাহাড়ী ভট্টাচার্য্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক হোসেন ও আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা।
এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুপ্রভা চাকমা, যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক অরুন ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙামাটি জেলা কমিটির সভাপতি অন্তিক চাকমাসহ জনসংহতি সমিতির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসমাবেশে প্রধান অথিতির বক্তব্যে উষাতন তালুকদার বলেন, বাংলার মানুষ ভালো নেই, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন রাষ্ট্র ভ্রমন করছেন, সম্মাননা আনছেন এমনকি দেশের প্রবৃদ্ধিও বেড়েছে, পিতা জনসংহতি সমিতি করে বলে বিসিএস পাস করেও জুম্মদের চাকরি হয়না। তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৭১ সালে পাহাড়ীদের মুক্তিযুদ্ধে অংশ নিতে দেওয়া হয়নি।
এসময় তিনি বান্দরবান পার্বত্য জেলার জনসংহতি সমিতির নেতা কর্মীদের ধর পাকর ও বিভিন্ন দমন পীড়নের তীব্র প্রতিবাদ জানান। ২৯৯ আসনের সংসদ সদস্য বলেন, বান্দরবানের আমাদের নেতাকর্মীদের নির্যাতন নিপিড়নের সীমা এতই বেড়ে গেছে কোন কোন নেতাকর্মী ৬ মাস ধরে নিখোঁজ। পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এর তীব্র সমালোচনা করে বলেন, বীর বাহাদুর একজন নেপালী, তার মা রাখাইন হিসেবে নিজেকে মারমা পরিচয় দেন। বান্দরবানে চুক্তির ১৯ বর্ষপুর্তি পালন করার জন্য সরকারী অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে জেলা প্রশাসক ৪ ডিসেম্বরের অনুমোদনের কথা বলেন, পরে তিনি সচিবসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলে উপজাতীয় সংস্কৃতিক ইনষ্টিটিউট এ সমাবেশ করার অনুমতি দেন।
তিনি বলেন, সন্তু লারমা এবং আমিও জাতীয় রাজনীতি করতে পারতাম, কিন্তু পাহাড়ের জনগণের কথা বলার জন্য আঞ্চলিক রাজনীতির পথ বেছে নিয়েছি।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিষয়ে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের বিভিন্ন সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়ে পিসিজেএসএস নেতা উষাতন তালুকদার এমপি বলেন, দীপংকর তালুকদার সার্কিট হাউজে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাহেব এর কাছে বলেন, অস্ত্রের মুখে রাঙামাটি আসনটি ছিনিয়ে নেয়া হয়েছে, দীপংকর তালুকদার নিজে নিজের মুখোস উন্মোচন করেছেন।
সেনাবাহিনী প্রসংগে উষাতন তালুকদার বলেন, অনেক সোবাহিনীর কর্মকর্তার সাথে কথা হয়, সব কর্মকর্তা এক নয়, কিন্তু কতিপয় সেনা কর্মকর্তার ভুমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন, বান্দরবানে আজ সমাবেশে যাওয়ার পথে সোবাহিনীর বাধা প্রদান কি প্রমাণিত হয়?
পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিষয়ে এমপি বলেন, অনেকে না জেনে না বুঝে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এ ব্যাপারে হয়রানী না হওয়ার পরামর্শ দেন প্রধান অথিতি উষাতন তালুকদার। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযত বাস্তবায়নের জন্য জুম্মজাতির ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে বলে নেতাকর্মীদের আশ্বস্থ করেন।
পার্বত্য চুক্তির ১৯বর্ষপূর্তির গণসমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসিজেএসএস নেতা নীলোৎপল খীসা।