রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলা পরিষদ নির্বাচনে জাফরুল হাসান ফরহাদের প্রার্থীতার মনোয়ান বাতিল করল নির্বাচন কমিশন
জেলা পরিষদ নির্বাচনে জাফরুল হাসান ফরহাদের প্রার্থীতার মনোয়ান বাতিল করল নির্বাচন কমিশন
মুতাসিম, বরগুনা :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৩৫মি.)শনিবার ৩ ডিসেম্বর ছিলো জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীতা মনোনয়ন পত্র যাচাই-বাছাইর শেষ দিন কিন্তু যখন চলছে জেলা শহরে আসান্ন নির্বাচনের এত মহা ঊৎসাব ঠিক তখনই সাধারন ভুলের কারনে প্রার্থীতা মনোয়ান বাতিল হলো আনন্দ লড়াইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি বরগুনা জেলার সভাপতি ও সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদের।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, জাফরুল হাসান ফরহাদের দাখিলকৃত মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তা বাতিল করে জেলা নির্বাচন অফিস।
কিন্তু কেন ? তার দাখিলকৃত মনোনয়ন বাতিল হওয়া মাত্র তার নিজ সামান্য ভুলের বিষায়,সেট হলে জাফরুল হাসান ফরহাদ তার দাখিলকৃত মনোনয়ন পত্রে স্বাক্ষর না দেয়ায় তা বাতিল করে জেলা নির্বাচন অফিস।
জাতীয় পার্টি বরগুনা জেলার সভাপতি ও সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদের দাখিলকৃত মনোনয়নপত্র স্বাখর না থাকায় বাতিল হওয়া প্রসংঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অবৈধভাবে আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যেহেতু এ ব্যপারে আমার আপিল করার সুযোগ আছে তাই আমি আদলতের কাছে এর প্রতিকার চেয়ে আপিল করবো আশা করি বিজ্ঞ আদালতে আমার সাধারন ভুল বিবেচনা করে মনোনায়ন পত্র পুনরায় গ্রাহন করে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ করে দিবেন।