বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবি ভান্ডারি
নেপালে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিদ্যা দেবি ভান্ডারি
অনলাইন ডেক্স :: প্রথমবারের মত নারী প্রেসিডেন্ট নির্বাচিত করল নেপালের পার্লামেন্ট। বুধবার নেপালি কংগ্রেস নেতা কুল বাহাদুর গুরুংকে পরাজিত করে সিপিএন-ইউএমএল এর ভাইস চেয়ারপার্সন বিদ্যা দেবি ভান্ডারি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। একইসঙ্গে তিনি ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক নেপালের দ্বিতীয় প্রেসিডেন্ট। এর আগে ২০০৮ সালের জুলাইয়ে সেময়কার নেপালি কংগ্রেসের মহাসচিব রাম বরণ যাদব ফেডারেল ডেমোক্র্যাটিক রিপাবলিক নেপালের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ যাদবই নেপালের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি রাজপরিবারের বাইরে থেকে নির্বাচিত হয়েছিলেন।
নেপালের সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস জানায়, বুধবার দেশটির পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ৫৪৯ জন পার্লামেন্ট সদস্য অংশ নেন। জয়ের জন্য ২৯৯টি ভোটের প্রয়োজন থাকলেও বিদ্যার পক্ষে ভোট পড়ে ৩২৭টি। অর্থাৎ প্রয়োজনের চেয়েও ২৮ ভোট বেশি পেয়েছেন বিদ্যা। অন্যদিকে বিদ্যার প্রতিদ্বন্দ্বি গুরুং পেয়েছেন ২১৪ ভোট। ৮টি ভোট অবৈধ ঘোষণা করা হয়।
নির্বাচনের সময় পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন ৪৭ জন সদস্য আর একজনকে ভোটদান থেকে বিরত রাখা হয়। হিমালয়ান টাইমস জানায়, নির্বাচনে মাধেসভিত্তিক রাজনৈতিক দলগুলো অনুপস্থিত ছিল।
ভোটাভুটির পর বিদ্যাকে আনুষ্ঠানিকভাবে নেপালের প্রেসিডেন্ট ঘোষণা করেন পার্লামেন্ট স্পিকার।
নেপালের প্রয়াত কমিউনিস্ট নেতা মাদান ভান্ডারির স্ত্রী বিদ্যা। তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার প্রস্তাব তোলেন, ইউসিপিএন-মাওবাদী দলের চেয়ারম্যান পুষ্প কমল দাহাল এবং জোটভুক্ত নেতারা।
সম্প্রতি নতুন সংবিধান প্রণয়ন করে নেপাল। এর কিছুদিনের মধ্যে পার্লামেন্ট সদস্যদের ভোটে সিপিএন-ইউএমএল নেতা কেপি শর্মা অলি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নতুন সংবিধানের আওতায় নেপালকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলেও সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর অভিযোগ এ সংবিধান আদতে হিন্দুদেরই সুযোগ-সুবিধা দেবে। সংবিধানের আওতায় যেখানে প্রাচীন ধর্মকে সুরক্ষা দেয়ার কথা বলা হচ্ছে সে ধারা অনুযায়ী সনাতন ধর্ম হিসেবে হিন্দু ধর্মের মানুষ আলাদা সুবিধা পাবেন বলেই মনে করেন তারা। আবার হিন্দু রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করায় ক্ষোভ রয়েছে রক্ষণশীল হিন্দুদের মাঝে। নতুন সংবিধানের বিরুদ্ধে রয়েছে নারীর প্রতি বৈষম্যের অভিযোগও। অপলোড : ২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.০৩ মিঃ