রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র ও ট্রেনে কাটা পড়ে নারী নিহত
গাজীপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র ও ট্রেনে কাটা পড়ে নারী নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৬মি.) গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ৭ম শ্রেণীর দুই স্কুলছাত্র ও ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার টানসূত্রাপুর এলাকায় আমছের আলীর ছেলে নাহিদ হোসেন (১৩) এবং লক্ষণ সরকারের ছেলে রতন সরকার (১৩)। এসময় গৌরাঙ্গ ও মোঃ ইমন নামে দুই শিক্ষার্থী আহত হয়েছে। হতাহতরা সবাই কালিয়াকৈর গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
৪ ডিসেম্বর রবিবার বেলা পৌনে ১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবেদনের প্রেক্ষিতে লাশ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর হিজলতলী এলাকায় রিকশাযোগে চার শিক্ষার্থী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কালিয়াকৈরের টানসূত্রাপুর এলাকার আশুকা ফিলিংস্টেশনের সামনে পৌঁছলে ঢাকাগামী নাইট স্টার সার্ভিসের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী মারা যান। আহত হয় অপর দুই শিক্ষার্থী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
অপরদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ৪ ডিসেম্বর রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন।
এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে লাল রংয়ের সালোয়ার ও হলুদ রংয়ের কামিজ রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।