বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » সংহতি ও মানব বন্ধন কর্মসূচী পালন
সংহতি ও মানব বন্ধন কর্মসূচী পালন
মাটিরাঙ্গা প্রতিনিধি:: পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রস্তাবিত জতীয় ৮ম বেতন স্কেল ও সিলেকশন গ্রেড পূর্নবহাল করা সহ বেশ কয়েকটি দাবী বাস্তবায়ন করার জন্য মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী সংহতি ও মানব বন্ধন করেছে উপজেলা পর্যায়ের বিভিন্ন নন ক্যাডার ও ফাংশন সার্ভিস সমূহের সরকারী অফিসার ও কর্মচারীবৃন্দ ৷
মাটিরাঙ্গা উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মো: আনোয়ারম্নল হক’র সভাপতিত্বে ২৮ অক্টোবর সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় তিন শতাধিক সরকারী অফিসার ও কর্মচারী ঘন্টাব্যাপী এই সংহতি ও মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন৷
এ সময় সংহতি ও মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহন কারীরা ৬টি দাবী সম্বলিত ব্যানার,পেষ্টুন বহনের পাশাপাশি বক্তারা তাদের প্রসত্মাবিত দাবীগুলো নিয়ে গনমাধ্যম কর্মিদের অবহিত করেন৷ প্রস্তাবিত দাবী গুলোর মধ্যে -১. ৮ম বেতন স্কেলে সিলেকশন গ্রেড পূর্ণবহাল,২. ক্যাডার ভিত্তিক মন্ত্রনালয় প্রতিষ্ঠা, ৩. পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ,৪. আনত্ম:ক্যাডার বৈষম্য দূর করা, ৫. উপজেলা থেকে কেন্দ্রীয় কর্মকর্তাদের পদমর্যাদা একই হবে, ৬. উপজেলা থেকে কেন্দ্রিয় কর্মকর্তা- কর্মচারীগন বেতন-ভাতাসহ আনুসাংগিক ব্যয় এবং বেতন সমূহের বিল উপজেলা নির্বাহী অফিসার দ্বারা পরিচালনা বাতিল করা উল্লেখযোগ্য ৷
এ ছাড়াও উক্ত সংহতি ও মানব বন্ধন কর্মসূচী পালন কমিটির সাধারন সম্পাদক মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: শাহ আলম, মাটিরঙ্গা উপজেলা টিএইচও মো: খায়রুল আলম,ডা: পরাগ দে,উপজেলা সমাজ সেবা অফিসার মো: আবুল কাসেম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিটল মনি চাকমা,যুব উন্নয়ক অফিসার শেখ আশ্রাফ উদ্দিন,পিআইও রাজ কুমার শীল,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দে,মাটিরাঙ্গা মডেল সরকারী প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷ আপলোড : ২৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.১৫ মিঃ