মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাউজানে অস্ত্রসহ অপহরণকারী জনতার হাতে অাটক
রাউজানে অস্ত্রসহ অপহরণকারী জনতার হাতে অাটক
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ের মহামুনি এলাকায় ৫ ডিসেম্বর সোমবার সকাল ৮টা সময় নাপিত খালের পাড়ে কয়েকজন সন্ত্রাসী যুবক এক ব্যাক্তিকে মারধর করতে থাকে।
এসময় মহামুনির গ্রামের এক মহিলা মারধর করতে দেখে চিৎকার করে। মহিলার আওয়াজ শুনে স্থানীয় জনতা অপহরণকারীদের ধাওয়া করে অপহৃত ব্যক্তিসহ তিন অপহরণকারীকে আটক করেন। তবে অপহরণকারীদের মধ্য বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান।
এলাকার জনগন অপহরণকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ তাদের ব্যবহৃত ২টি মোবাইল সেট উদ্ধার করেন। এর পরে অপহরণকারীদের স্থানীয়া জনতা তাদের রাউজান থানার পুলিশে কাছে সোপর্দ করেন। রাউজান থানার পুলিশ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন জনতার হাতে আটককৃত তিন অপহরণকারী’রা হলেন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের জনৈক মুজিবের পুত্র মো. আলমগীর (৩৪), বহপুর গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল দের পুত্র জয়ন্ত দে (২২), বোয়ালখালী উপজেলার পশ্চিম হরনদ্বীপের গোলাপুর রহমান টেন্ডলের বাড়ির খোরশেদ আলমের পুত্র মো. ফরহাদ প্রকাশ ফরিদ ডাকাত (৩৭) ও মোহাম্মদ ওসমান (৩৮) বোয়ালখালী উপজেলার পুর্ব চরণদ্বীপ শফিউল আলম মেম্বারের বাড়ির শাহ আলমের পুত্র।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন অপহৃত ব্যক্তিসহ মোট চারজনকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে ইতোমধ্যে তিনটি আগ্নেআস্ত্র উদ্ধার হয়েছে।
ওসি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো জানান অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ওসি কেপায়েত উল্লাহ বলেন অপহরণকারীদের আরো সদস্য রয়েছে বলে আটককৃতরা তথ্য দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে।