মঙ্গলবার ● ৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হেডম্যান ও কারবারী সম্মেলনে সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিহত করার আহবান
হেডম্যান ও কারবারী সম্মেলনে সন্ত্রাস-চাঁদাবাজি প্রতিহত করার আহবান
বান্দরবান জেলা প্রতিনিধি :: (২২ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মি.) পাহাড়ে সন্ত্রাসকে ‘না’ বলুন- এ শ্লোগানকে সামনে রেখে সকল জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারের মুহাম্মদ যুবায়ের সালেহীন। তিনি পাহাড়ি-বাংগালিদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে শান্তি ও সম্প্রীতির পথে আসার তাগিদ দিয়ে বলেন, পাহাড়ে সন্ত্রাস,চাঁদাবাজি প্রতিহত করার মাধ্যমে শান্তি ও স্থিতি অবস্থা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে সহায়তা প্রদান করার এখনই সময়।
৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে সেনা জোনের উদ্যোগে আয়োজিত হেডম্যান ও কারবারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বোমাং রাজা প্রকৌশলী উচ প্রু চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আরাফাত।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর জোন কমান্ডার লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন হায়দার।
সম্মেলনে বান্দরবান ও রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন মৌজা থেকে আসা তিন শতাধিক পাড়া প্রধান কারবারী, ইউপি চেয়ারম্যান এবং সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে পাড়া প্রধান ও ইউপি সদস্যরা তাদের এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে মত বিনিময় করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বোমাং রাজা জেলার ৭টি উপজেলায় পাড়াভিত্তিক চাহিদা মেটানোর জন্যে পানি সংরক্ষণ,কৃষিজ উন্নয়ন, সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের স্বার্থে সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার তাগিদ দেন।