শনিবার ● ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় আগুন, দগ্ধ ২
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, দগ্ধ ২
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.৪০মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলায় নয়নপুর এলাকায় কনফিডেন্স নীটওয়্যার লিমিটেড নামক তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভাতে গিয়ে ২ জন দগ্ধ এবং কমপক্ষে ৮ জন শ্রমিক আহত হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দগ্ধ ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় কারখানার বেশ কয়েকটি ফ্লোরের শ্রমিকদের মাঝে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ভয়ে দ্বিগবিদ্বিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাওনার ২ টি ইউনিটও ভালুকার ১ টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার রাতে তৈরী পোশাকের শিপমেন্ট দেওয়ার কথা ছিল। মেক্সিমাম তৈরী হওয়া পোশাকের ফিনিশিংয়ের কাজ চলছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কারখানার পূর্ব পাশের নীচতলার তৈরী করা পোশাকের গোডাউনে আগুন লাগে। মূহুর্তের মধ্যেই আগুন সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিয়াদ বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।