শনিবার ● ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ মুক্ত দিবসে বঙ্গবন্ধু পরিষদের সভা
বিশ্বনাথ মুক্ত দিবসে বঙ্গবন্ধু পরিষদের সভা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ১০ ডিসেম্বর শনিবার বিকেলে ‘বিশ্বনাথ মুক্ত দিবস’ উপলক্ষে বজলুর রহমান স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনহার আলী, আওয়ামী লীগ নেতা আয়না মিয়া, নোয়াব আলী, আবদুর রউফ, যুবলীগ নেতা ফজলুর রহমান, রুহেল খান, সংগঠক আরকুম আলী, সাইদুল ইসলাম, মাজহারুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা তালেব আলী, হোসেন আরশ আলী, নিরেশ বৈদ্য, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা তৈয়বুর রহমান, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, সাইদুল ইসলাম, বিশ্বনাথ থিয়েটারের সহ সভাপতি সোহেল বাদশা, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম, আওয়ামী লীগ নেতা রিয়ান আলী, শেখ ফজর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, সংগঠক এমরান আহমদ, হেলাল মিয়া, আবু হানিফা, গোপাল দেব।