শনিবার ● ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ঢাকা » মানবাধিকার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : লায়ন মো. গনি মিয়া বাবুল
মানবাধিকার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : লায়ন মো. গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কারো প্রতি দোষারোপ নয় বরং প্রত্যেককে সততা ও জবাবদিহীতার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সর্বস্তরে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি আরো বলেন, মানবাধিকার নিশ্চিত করতে প্রচলিত আইনের বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন।
বিশ্ব মানবাধিকার দিবস- ২০১৬ উপলক্ষে এশিয়ান ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ ডিসেম্বর শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান মো. দুলাল মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম, এম.জি বাবর, মাহমুদ আক্তার, মো. মাসুদ আলম, জহিরুল হক বশির প্রমুখ।