রবিবার ● ১১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দয়াল তঞ্চংগাকে অপহরণ করায় তার মুক্তির দাবীতে রাঙামাটি শহরে বিক্ষোভ
দয়াল তঞ্চংগাকে অপহরণ করায় তার মুক্তির দাবীতে রাঙামাটি শহরে বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার :: (২৭ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি থেকে আওয়ামীলীগের আহবায়ক উজ্জল তঞ্চংগা’র ছোট ভাই বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য দয়াল তঞ্চংগাকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।
গতকাল ১০ ডিসেম্বর শনিবার রাত আনুমানিক ১টার দিকে তার নিজ বাসা থেকে তাকে ডেকে নিয়ে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা যাবার সময় ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছুড়ে বলে এলাকাবাসী জানায়।
এদিকে রবিবার সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি এলাকা থেকে যুবলীগ নেতা দয়াল তঞ্চঙ্গ্যাকে অপহরণের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন করে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
আওয়ামীলীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অরুন বিকাশ চাকমা, রাসেল মার্মা, অংশৈপ্রু মার্মা বেলাল ও অরুন কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে দয়ালকে মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচিসহ আন্দোলনের হুমকি দেন। বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ এর তথ্য ও প্রচার সম্পাদক স্বপন কুমার দে স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় উলুছড়ি থেকে দয়াল তঞ্চঙ্গ্যাকে পিসিজেএসএস কর্তৃক অপহরণ করা হয় বলে বিবৃতিতে আরও উল্লেখ করেন।
অপরদিকে বিলাইছড়ি উপজেলা পিসিজেএসএস এর সাধারণ সম্পাদক বীরোত্তম তঞ্চঙ্গ্যা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, স্থানীয় পর্যায়ে সামাজিক ও ব্যবসায়িক বিরোধের কারণে এই অপহরণ হয়ে থাকতে পারে। এজন্য পিসিজেএসএস দায়ী নয়।
১১ ডিসেম্বর রবিবার বিকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অংগসংগঠন পক্ষ থেকে দয়াল তঞ্চংগাকে অপহরণ ও মুক্তির দাবীতে বিকালে রাঙামাটি শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে।
রাঙামাটি শহরে বিক্ষোভ শেষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. কামাল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. সোলাইমান চৌধুরী ও জেলা যুবলীগের সভাপতি নুর মোহাম্মদ কাজল প্রমুখ ।
এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ,শ্রমিক লীগ, স্বেচ্চাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা - কর্মীরা উপস্থিত ছিলেন।
বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়ি থেকে উপজেলার ফারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য দয়াল তঞ্চংগাকে অপহরণের ঘটনা ঘটেছে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে নিশ্চত করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান তিনি জানান দয়াল তঞ্চংগাকে উদ্ধারের জন্য কাজ করছে আইন শৃংখলা বাহিনী ।