রবিবার ● ১১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে জুয়া খেলা বন্ধের দাবিতে স্মারকলিপি
বিশ্বনাথে জুয়া খেলা বন্ধের দাবিতে স্মারকলিপি
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৭ অগ্রহায়ন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১০.২৭মি.) বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের মুফতিরবাজারে ভারতীয় তির খেলার নামে জুয়ার আসর বন্ধ ও জুয়াড়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। ১১ ডিসেম্বর রবিবার এলাকার ১০জনের স্বাক্ষরিত এই স্মারকলিপিটি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার সুনামধন্য মুফতিরবাজারে দীর্ঘ কয়েক মাস যাবৎ চলে আসছে ভারতীয় তীর খেলার নামে জমজমাট জুয়ার আসর। আর এই জুয়া খেলায় জড়িত হয়ে বিপদগামী হচ্ছে এলাকার যুবসমাজ। ফলে দিন দিন এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড বেড়েই চলেছে। কিছুদিন পূর্বে থানা পুলিশ অভিযান চালিয়ে মুফতিরবাজার থেকে ৬ জুয়াড়ীকে আটক করে এবং ভ্রাম্যমান আদালত আটককৃতদেরকে সাজা প্রদান করেন। ফলে পরিস্থিতি কিছুটা অনুকুলে আসে। কিন্ত ইদানিং বাজারের ব্যবসায়ী নামধারী আয়াছ মিয়া ওরফে পিচ্ছি আয়াছ ও রোসন মিয়া উরফে এলজি রোসন এর নেতৃত্বে পুনরায় উক্ত জুয়ার আসর চলে আসছে। এমনকি গত ২ ডিসেম্বর আয়াছ ও রোসনের মধ্যে উক্ত জুয়ার বোর্ড দখল বেদখলকে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের সম্মুখিন হলে এলাকার লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। অপরাধীরা প্রভাভশালীদের শেল্ডরে থাকায় এলাকার নীরিহ জনসাধারণ এই ব্যাপারে প্রতিবাদ করা সাহস পাচ্ছেন না। তাই উক্ত বিষয়টি তদন্ত পূর্বক জুয়া খেলা বন্ধ ও জুয়াড়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানানো হয় স্মারকলিপিতে।