মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে রেষ্টুরেন্ট চুরির ঘটনায় আটক ২
বিশ্বনাথে রেষ্টুরেন্ট চুরির ঘটনায় আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৯ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.১১মি.) বিশ্বনাথে থানার সামনে এলাহী রেষ্টুরেন্ট চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। ১২ ডিসেম্বর সোমবার রাতে উপজেলা সদর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের সোনাফর আলীর ছেলে আখতার হোসেন ও একই উপজেলার মুফতিরগাঁও গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে আলা উদ্দিন ওরফে আলই। রেষ্টুরেন্ট চুরির ঘটনায় দোকান পরিচালক সুহেল আহমদ বাদি হয়ে আটককৃত দুইজনকে আসামি করে আরও ২জন অভিযুক্ত করে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৮।
জানাগেছে, গত শনিবার রাতে উপজেলা সদরের থানার সামনে এলাহী রেষ্টুরেন্ট’র পিছনের বাসের দরজা ভেঙে চুরেরদল ভিতরে প্রবেশ করে। রেষ্টুরেন্টে থাকা বিভিন্ন খাবার বাসিয়া নদীতে ফেলে দেয় এবং কিছু মালামাল চুরেরদল নিয়ে যায়। এতে প্রায় ৩২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানান। পরে রেষ্টুরেন্ট থাকা সিসি ক্যামেরার মাধ্যমে চোরকে সনাক্ত করা হয়।
এব্যাপারে থানার এসআই হাবিবুর রহমান বলেন, চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা রেষ্টুরেন্ট চুরি ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথকিম জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।