বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.৪২মি.) যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর বুধবার সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় সরকার পরিষদের উপ পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মোয়াজ্জম হোসেন, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, জেলার সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তাগণ, সুশীল সমাজ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিজয় যখন সুনিশ্চিত, ঠিক তখনই বাংলাদেশ তথা বাঙালী জাতিকে চিরতরে মেধাশুণ্য করার লক্ষ্যে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা সুপরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বাংলার বুদ্ধিজীবিদের নৃশংসভাবে হত্যা করে। বুদ্ধিজীবি শহীদদের এই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয় ।